অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মারমা প্রেমিকার কারণে আত্মহত্যা করেন কণ্ঠশিল্পী পংকজ

0
.

‘দীর্ঘদিন ধরে মারমা সম্প্রদায়ের এক মেয়ের সঙ্গে কণ্ঠশিল্পী পংকজ দেবনাথের (২৯) প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার সঙ্গে বনিবনা না হওয়ায় আত্মহত্যা করেছেন তিনি।’

আজ বুধবার সকালে বান্দরবান শহরে বালাঘাটার নিজ ঘরের সিলিংফ্যান থেকে পংকজ দেবনাথের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর পর তার বন্ধু সাইফুল ইসলাম বাবলু এ তথ্য জানান।

তিনি বলেন, তিন মাস আগে পংকজ একই কারণে হতাশাগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তিনি সুস্থ হন।

নিহত পংকজ একই এলাকার হরিপদ দেবনাথের ছেলে। তার বাবা বনবিভাগের কর্মচারী।

স্থানীয়রা জানান, বান্দরবান জেলা শহরের বালাঘাটার নিজ বাসায় ঘরের সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় সংগীত তারকা পংকজ দেবনাথের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, হতাশাগ্রস্ত হয়ে জীবনের মায়া ত্যাগ করে আত্মহত্যা করে পৃথিবী ছেড়েছেন সংগীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা বাংলাদেশ আইডলের এ তারকা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, ফাঁস লাগানো অবস্থায় পরিবারের লোকজন পংকজকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

এদিকে বাংলাদেশ আইডলের সেরা ৮-এর তারকা কণ্ঠশিল্পীর মৃত্যুর খবরে পাহাড়ে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।