অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাড়ে তিন কোটি টাকা আত্মসাতঃ সহকারী কর কমিশনাকে গ্রেফতার

0

খুলনায় বরখাস্ত হওয়া খুলনার সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদকে ৩ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪১৯ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

কর কমিশনের অনুমতি নিয়ে আজ বুধবার সাড়ে ৬টার দিকে নগরীর বয়রা সবুরের মোড় এলাকার নিজ বাসভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. নামজুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানাগেছে, বাগেরহাট কর সার্কেলের সাবেক সহকারী কর কমিশনার মো. মেজবাহ উদ্দিন আহমেদ অভিনব কায়দায় করদাতাদের দেয়া ৩ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৪১৯ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করেন। এ ঘটনায় গত ২৭ মে খুলনার কর অঞ্চলের উপ কর-কশিনার খন্দকার মো. তারিফ উদ্দিন বাদী হয়ে খুলনা মহানগর আদালত (খালিশপুর) অঞ্চলে মামলা দায়ের করেন। আদালতের বিচারক তরিকুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে ১৯ মে মো. মেঝবাহ উদ্দিন আহমেদ মেজবাহ উদ্দিনকে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করে কর অঞ্চল খুলনা।