অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পটিয়ায় রাতে মোবাইল কোর্টঃ ৮টি গাড়িকে জরিমানা

0
.

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা ৬টি গাড়িকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পটিয়া-চট্টগ্রাম রুটে যাত্রী হয়রানী ও ভাড়তি ভাড়া আদায় বন্ধে এই ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্টেট ও পটিয়ার ইউএনও হাবিবুল হাসান।

বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টা থেকে অভিযান শুরু হয়। চলে সোয়া ১১টা পর্যন্ত।

.

নির্বাহী ম্যাজিষ্ট্টেট ও পটিয়ার ইউএনও হাবিবুল হাসান পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে রাতে অভিযান চালানো হয়। এসময় ৮টি গাড়িকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বাড়তি ভাড়া আদায়কারী বাস থেকে অতিরিক্ত টাকা যাত্রীদের ফেরত দেয়া হয়।

অভিযানে ম্যাজিষ্ট্রেটকে সহায়তা করেন পটিয়া থানা পুলিশ।
উল্লেখ্য এই সড়কে বন্ধের আগের দিন প্রতি বৃহস্প্রতিবার রাতে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের গ্রামের বাড়ীতে যান। ফলে এদিন প্রচন্ড ভীড় থাকে। এ সুযোগে গাড়ী চালকরা যাত্রীদের কাছ থেকে ৩/৪ গুন বেশী ভাড়া আদায় করে। এ সড়কের যাত্রীরা পরিবহন শ্রমিকদের কাছে এক প্রকার জিম্মি হয়ে আছে।