অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণসহ বিদেশ ফেরত যাত্রী আটক

0
.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবস্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ৭কোটি টাকা মূল্যের ১৩০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯ টার দিকে এয়ার এরাবিয়ার ফ্লাইটটি ল্যান্ড করার পর জয়নাল আবেদীন নামে এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

৬টি চার্জার লাইটের ভেতরে করে এসব স্বর্ণ আনা হয়েছে বলে জানান কাস্টমস কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মো. রিয়াদুল ইসলাম পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন বেল্ট থেকে লাগেজ সংগ্রহের সময় একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা জয়নালকে হেফাজতে নিই। তার একটি লাগেজ তল্লাশি করি। সেখানে ৬টি চার্জার লাইটের ভেতরে স্বর্ণের বারগুলো পাই।

তিনি জানান, জব্দ স্বর্ণের বারের ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম। দাম প্রায় সাড়ে ৭ কোটি টাকা। আটক জয়নালের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন কাস্টমসের এই কর্মকর্তা।