অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পটিয়ায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রীর দায়ে জেল জরিমানা

0
.

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট এলাকায় রোগাক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রীর চেষ্টায় ভ্রাম্যমান আদালত দুই কসাইকে কারাদন্ড ও গরুর মালিককে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও পটিয়া সহকারী কমিশনার (ভুমি) সাব্বির রহমান সানি মোবাইল কোর্ট পরিচালনা করেন।

দণ্ডিতরা কসাই কুসুমপুরা এলাকার মোহাম্মদ আলীর পুত্র মো. আজগর (২৬), একই এলাকার মৃত নুরচ্ছফার পুত্র মো. ইসমাই (৫৫) ও গরু মালিক জিরি ইউনিয়নের শরবত আলীর পুত্র আবুল কালাম (৫০)।

এরমধ্যে দুই কসাইকে ৬ মাসের কারাদন্ড এবং গরুর মালিক কালামকে ২৬ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড দেন।

পটিয়া থানার এএসআই মো. মেহেরাজ জানিয়েছেন, রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রীর চেষ্টাকালে প্রথমে পুলিশ গরুর মালিকসহ তিনজনকে আটক করে।  পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সরেজমিন গিয়ে সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ডা: মো: রাকিবুল ইসলাম।