অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামের দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিন বিতরণ শুরু

1
14502845_1714699005521916_348140778116317277_n
৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে ডোর -টু -ডোর ময়লা সংগ্রহের আওতায় বিনামূলে ”বিন”- আবর্জনার বক্স’ বিতরণ কার্যক্রম উদ্ভোধন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনরে গ্রীন সিটি-ক্লিন সিটি বাস্তবায়নের লক্ষে নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে মঙ্গলবার বিকেল ৪টা হতে ডোর -টু -ডোর ময়লা সংগ্রহের আওতায় বিনামূলে ”বিন”- আবর্জনার বক্স’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন বিকেলে ওয়ার্ডের সি:ইউনিট নারিকেলতলাস্থ হক সাহেব রোডের সম্মুখের দোকান থেকেই কর্মসূচিরএর উদ্বোধন করেন ।

এসময় কাউন্সিলর এ কার্যক্রম কে সফল করার জন্য ওয়ার্ডের সকল অধিবাসীর সহায়তা কামনা করেছেন ।

”বিন” বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন-ডোর -টু -ডোর সার্ভিসের ওয়ার্ড সুপারভাইজার সহদেব সাহা, কাউন্সিলর উপদ্ষ্টো হাজী মোঃ শফিউল আলম,হাজী মোঃ ফরিদুল আলম (মেম্বার), সমাজ সেবী মোঃইউসুফ মোঃ শাহাবুদ্দিন (মেম্বার),সি: ইউনিট আঃলীগ নেতা মোঃ হাসান,৩৯নং ওয়ার্ড যুবলীগ এর অন্যতম নেতা-মোঃ হারুণ উর রশিদ, মোঃ দেলায়ার হোসেন খোকন, মোঃ জাহাঙ্গীর আলম, দোকান মালিক সমিতির সাঃ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, ছাত্র নেতা শুভ, রনি প্রমুখ ।

কার্যক্রমটি নারিকেল তলাস্থ হক সাহেব রোডের সামনে থেকে শুরু করে কাজীর গলি,সিমেন্ট ক্রসিং সড়ক হয়ে নিউ আকমল আলী রোডে গিয়ে সমাপ্ত হয়। পর্যায়ক্রমে বিন বিতরণ সমগ্র ওয়ার্ড বাসীর কাছে পৌছে দিবেন বলে কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন জানিয়েছেন।

১ টি মন্তব্য
  1. Md Sohel বলেছেন

    ভাই বিন কি????