অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন ট্রাম্প

0
.

তুরস্কের ওপর থেকে সব ধরনের অবরোধ তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সিরিয়ার কুর্দিদের সাথে যুদ্ধ বিরতির বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠকের পর এ সিদ্ধান্ত নিলেন ট্রাম্প।

হোয়াইট হাইজে সংবাদ সম্মেলনে ট্রাম্প অবশ্য বলেছেন, তুরস্ক যদি অপছন্দনীয় কোনো কাজ করে, তাহলে আবারও অবরোধ আরোপ করা হতে পারে।
চলতি মাসের ৯ তারিখ সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অভিযান শুরু করে এরদোয়ান বাহিনী। এর পাঁচদিন পর তুরস্কের ওপর অবরোধ আরোপ করে ট্রাম্প প্রশাসন।
এদিকে কুর্দিদের সদরদপ্তর দখল করে পতাকা উড়িয়েছে এসডিএফ ও এরদোয়ানের বাহিনী।