অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বঙ্গোপসাগরের সীতাকুণ্ডে ইলিশ শিকারের বিরুদ্ধে অভিযান চলছে

0
.

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে ইলিশ শিকারের বিরুদ্ধে অভিযান চালাছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।

রবিবার রাতে চলা এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় এ অভিযান চলছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। এসময় তিনি নদী থেকে নিজে হাতে জাল অপসারণ করেন।

সীতাকুণ্ড থানা পুলিশের সহযোগিতায় উপজেলার উত্তরে গুলিয়া খালি থেকে দক্ষিণ সীতাকুণ্ডের সলিমপুর পর্যন্ত বঙ্গোপসাগরে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য-গত ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। গত ৮ সেপ্টেম্বর জারি হওয়া এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঘোষিত সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।

এ সময়ে মা ইলিশ ডিম পাড়ে। এ সময়ে ডিম পাড়ে ৮০ শতাংশ ইলিশ। আর এই ডিম পাড়ে মূলত মিঠা পানিতে। তাই আশ্বিনের পূর্ণিমার চার দিন আগে এবং পূর্ণিমার পর ১৮ দিন মোট ২২ দিন দেশের উপকূলীয় অঞ্চল, নদীর মোহনাসহ যেসব জেলা ও নদীতে ইলিশ পাওয়া যায়, সেখানে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে।