অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পাপন মিথ্যাবাদী, উনি সবই জানতেন: সাবের হোসেন

1
.

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা নিয়ে খুব হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্মেলনে বিসিব সভাপতি নাজমুল হাসান পাপনও তার হতাশার কথা জানিয়েছেন। এটাও জানিয়েছেন, মাঠে না ফেরা পর্যন্ত বিসিবি দেশসেরা এই অলরাউন্ডারের পাশে থাকবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী সাকিবের নিষেধাজ্ঞা ইস্যুতে ধুয়ে দিয়েছেন বিসিবি আর পাপনকে।

সাবের হোসেন নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে কয়েকটি টুইট করেন। একটি টুইটে অভিজ্ঞ এই রাজনীতিবিদ বলেন, ‘কেউ অপরাধ করলে শাস্তি প্রাপ্য। বিসিবি অন্তত সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর চেষ্টা করতে পারতো। দুঃখ লাগছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গায় সাকিবের পাশে দাঁড়ায়নি। তারা এখন মায়াকান্না দেখাচ্ছে।’

.

এছাড়া আরেকটি টুইটে ভিডিও শেয়ার করে সাবের লেখেন, ‘আমার মনে হয় বিসিবি সবকিছুই জানতো। আর পাপন সাহেব যে বলেছেন, এ বিষয়ে তার কোনো ধারণাই ছিল না- কথাটা সত্য নয়। দুঃখের সঙ্গে এটাই বলতে হচ্ছে। ২২শে অক্টোবরের ভিডিও ক্লিপের পর মনে হচ্ছিল পাপন সাহেব আইসিসির ঘোষণার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছিলেন।’

বিসিবির আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানানোর বিষয়টিকে সাবের বলেছেন ‘ডাবল স্ট্যান্ডার্ড’! বাংলাদেশের ঘরোয়া লীগে দুর্নীতির প্রসঙ্গ টেনে আরেকটি টুইটে এ রাজনীতিবিদ লেখেন,‘ভণ্ডামি, সর্বোৎকৃষ্ট/নিকৃষ্টের দ্বৈত চরিত্র! বিসিবি আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে… ক্রিকেট দুর্নীতির বিরুদ্ধে সমান আবেগ দেখাচ্ছে। অন্যদিকে সংস্থাগত ম্যাচ ফিক্সিং দুর্নীতির মূলোৎপাটন না করে বরং ঘরোয়া ক্রিকেটে সেটাকে আরও উৎসাহিত করছে বিসিবি। লজ্জা!’

১ টি মন্তব্য
  1. NI Khan বলেছেন

    আমরা সাবের ভাইর কথাই বিশ্বাস করি! পাপন ধান্দাবাজ!