অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগরীতে বিপুল পরিমাণ অস্ত্রসহ ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার

0
.

চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার ভোরে (২ নভেম্বর) সিএমপির কোতোয়ালী পুলিশ এ অভিযান চালায়।

গ্রেফতার হওয়া ১১ জন হলেন-ডাকাত দলের প্রধান মো. সালাউদ্দিন (২৪), মো. রাজু (১৯), ইসরাফিল হোসেন আলম (২২), মো. আকবর হোসেন (২২), মো. সেলিম (২৮), মো. টিটু (২৫), মো ইয়াসিন (২৩), মো. ফরজ আলী (৩৫), মো. সুমন (২৫), মো. রহিম ওরফে হৃদয় (২২) ও মো. পলাশ হোসেন (২৫)।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মহসীন পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নগর ও মহাসড়কে শত শত ডাকাতি, ছিনতাইয়ে সরাসরি জড়িত এই চক্র।

আজ শনিবার ভোর চারটায় গাড়িসহ ডাকাতির প্রস্তুতিকালে টাইগারপাস মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, এরা ছোট-বড় প্রায় দুই শতাধিক ডাকাতি ও ছিনিতাই করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই দলের প্রধান মো. সালাউদ্দিন আগেও জেল খেটেছেন। বের হয়ে আবারও সংঘবদ্ধ হয়ে তারা ডাকাতি করত। এদের প্রত্যেকের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও তিনি জানান।

তাদের কাছ থেকে দুটি দেশীয় এলজি, দুটি কার্তুজ, দুটি টিপ ছুরি, পিকআপ, প্রাইভেট কারসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।