অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জাবির আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী

2
.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে গণভবনে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে তার প্রমাণ দিতে হবে। প্রমাণ দিলে ব্যবস্থা নেয়া হবে। আর প্রমাণ দিতে না পারলে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

২ মন্তব্য
  1. Shahin Chw বলেছেন

    দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।জাবিতে আন্দোলনের নামে কারা নাশকতা সৃষ্টি করতে চাইছে তা এখন মোটামুটি পরিষ্কার।জাবিতে এখন শিক্ষক রাজনীতি চলছে।আর তাই শিক্ষক-ছাত্রদের একটি প্যানেল জাবি অধ্যক্ষের পদত্যাগ দাবি করছে।তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগ দাবী জানানো ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন

  2. Abu Sadek বলেছেন

    যারা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করতে চাইছে তাদের আইনের আওতায় আনা হোক।শিক্ষকদের একটি সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় ভিসিকে অবরুদ্ধ করে তাকে পদত্যাগ করতে বাধ্য করতে চাইছে।আসলে কিছু শিক্ষক চান না বর্তমান অধ্যক্ষ ভিসি পদে থাকুক।জামায়াত-বিএনপি পন্থী কিছু শিক্ষকদের উস্কানিতে ছাত্রদের একাংশ আন্দোলনের নামে ক্যাম্পাস উত্তপ্ত করার চেষ্টা করছে