অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়ঃ শাহ আমানত বিমানবন্দর বন্ধ ঘোষণা

0
.

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বিকাল ৪টা থেকে সব জাতীয় ও আন্তর্জাতিক রুটের বিমান উঠা-নামাসহ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান বলেন, ‘আসন্ন ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আবহাওয়া অধিদপ্তর ১০ নম্বর মহাবিপদ সংকেত জারির পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য শনিবার বিকাল ৪টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।’

এছাড়া, দেশের অন্য বিমানবন্দরগুলো ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুত ও সতর্ক রয়েছে বলে জানান তিনি।

সারোয়ার-ই-জামান আরও বলেন, তারা সদরদপ্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তাদের বিমানবন্দরে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা কার্যক্রম বন্ধ থাকবে।

পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান বলেন,ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানার আশঙ্কায় ক্ষয়ক্ষতি এড়াতে বিমান বন্দরে সতর্কতা জারি করা হয়েছে।  শনিবার (৯ নভেম্বর) বিকেল চারটা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল  রোববার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে।

তিনি বলেন, সম্ভাব্য ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আবহাওয়া অধিদপ্তর ১০ নম্বর মহাবিপদ সংকেত জারির পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।

সারোয়ার-ই-জামান আরো বলেন, ’আমরা হেড কোয়ার্টারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এখন পর্যন্ত আমাদের বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে। তবে চট্টগ্রামে ঘূর্নীঝড়ের প্রান্তিক (পেরিফেরিয়াল) আঘাতের সম্ভাবনা রয়েছে শনিবার দুপুরের পরে বিকাল ৪ টা থেকে ফ্লাইট অপারেশন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।