অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাউজানে মহানাম যজ্ঞ ও পালা কীর্তনের তারিখ পরিবর্তন

0
.

প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ১২, ১৩ ও ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য রাস লীলা উপলক্ষে পৌরসভার মুন্সীরঘাটাস্থ রাউজান রাসবিহারী ধাম প্রাঙ্গনে আয়োজিত ষোড়শ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও পালা কীর্তনের তারিখ পরিবর্তন করা হয়েছে।

পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ২১, ২২, ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

তবে আজ সোমবার রাতে যথা সময়ে শ্রীশ্রী রাসবিহারী ধামে রাস পুজা অনুষ্ঠিত হবে।

২১ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৪টায় ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। রাত ৯টায় ধর্মীয় গীতি নৃত্যনাট্য, রাত ১০টায় ষোড়শ প্রহরব্যাপী শ্রীশ্রীতারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস।

২২ ও ২৩ নভেম্বর শুক্র ও শনিবার ষোড়শ প্রহরব্যাপী নামসুধা অভিসিঞ্চন এবং প্রতিদিন দুপুর ও রাতে মহাপ্রসাদ বিতরণ, ২৪ নভেম্বর রবিবার রাত ১০টায় পালা কীর্তনে অংশগ্রহন করবেন বিষ্ণুপদ সরকার ও আশুতোষ চক্রবর্ত্তী। চারদিনব্যাপী অনুষ্ঠানমালায় সকলের উপস্থিতি কামনা করেছেন রাউজান সার্বজনীন শ্রীশ্রী রাসবিহারী ধাম পরিচালনা পরিষদ ও উৎসব উদযাপন পরিষদ।