অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে আশ্রয়ণ প্রকল্পের ১২ বসতঘর ভষ্মিভূত

0
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১২বসত ঘর।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ৮নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্পের গঙ্গা ব্যারাকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রান্না ঘরের চুলা থেকে আগুনে সূত্রপাত হয়েছে এ ঘটনা অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কিরীটী রঞ্জন বড়ুয়া। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি।

আগুনেে আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর পাওয়া মো. রফিক, হোসেন আলী, মোশারফ হোসেন, নুরুন্নাহার, মো. ইউছুপ, মো. বাদশা মিয়া, আবদুল সামাদ, বাহারুল আলম, জসিম উদ্দিন, বাচা মিয়া, আব্দুল হক, মোহাম্মদ পিয়ারুর বসত পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।