অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আমি স্বপ্নেও ভাবিনি আধিনায়ক হব: মুমিনুল হক

0
.

আগামীকাল ১৪ নভেম্বর ইন্দোরের হলকার স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। তবে এ ম্যাচে দলকে নেতৃত্ব দিবেন বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের বদলে মুমিনুল হক। কারণ আইসিসির নিষেধাজ্ঞার জন্য সব ধরনের ক্রিকেট থেকে বিরত থাকতে হবে সাকিবকে। তাই হঠাৎ করেই বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে হয় বিসিবিকে। মুমিনুলও অধিনায়কের দায়িত্ব পেয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন।

সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে বাংলাদেশের ১১তম টেস্ট অধিনায়ক ‘ক্রিকইনফো’কে বলেন, ‘এটা (নেতৃত্ব পাওয়া) ছিল একবারেই অপ্রত্যাশিত। আমি আগে কখনোই এমনটা ভাবিনি। এমনকি আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি বাংলাদেশের অধিনায়ক হব। তবে, ঘোষণার পর অন্যরকম অনুভূতি হচ্ছিল।’

যেকোনো ফরম্যাটেই ভারত শক্তিশালী প্রতিপক্ষ। আর টেস্ট পরিসংখ্যানে তাদের চেয়ে বড় ব্যবধানে পিছিয়ে রয়েছে টাইগাররা। এমতাবস্থায় প্রথম টেস্টে নিজেকে আক্রমণাত্মক অধিনায়ক হিসেবেই তুলে ধরতে চান মুমিনুল।

তিনি বলেন, ‘আমি আক্রমণাত্মকভাবে খেলতে পছন্দ করি। আক্রমণাত্মক অধিনায়ক হতে চাই, যেটা বেশি সাফল্য এনে দেয়। পরিস্থিতি অনুযায়ী, আমি আমার আক্রমণাত্মক মানসিকার মাঝেই রক্ষণাত্মক হব।’

নেতৃত্ব বাড়তি চাপ কিনা এমন প্রশ্নের জবাবে মুমিনুল হক বলেন, ‘নেতৃত্ব দেয়া বাড়তি চাপ নয়। এটার অনুভূতি দারুণ, এটা একটা সুযোগ। এটা নিয়ে বাড়তি কিছু ভাবতে চাই না। আমি আশাবাদী। আমি শুধু দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি দলের জন্য ভালো কিছু করতে চাই।’