অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিয়ে করলেন হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন

3
.

বিয়ে করলেন কবি গুলতেকিন খান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি আফতাব আহমদকে বিয়ে করেন তিনি।  নতুন এই দম্পতির পরিবারসূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সম্প্রতি ঢাকাতেই ছোট পরিসরে গুলতেকিন-আফতাবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।  অতিরিক্ত সচিব আফতাব আহমদের কবি এবং লেখক হিসেবে পরিচিতি রয়েছে। আফতাব আহমদের সঙ্গে গুলতেকিনের দীর্ঘদিনের বন্ধুত্ব।

গুলতেকিন খান প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী। গুলতেকিনের সঙ্গে হুমায়ূন আহমেদের বিয়ে হয় ১৯৭৩ সালে। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়।

আফতাব আহমদ আগে বিয়ে করেছিলেন। সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় ১০ বছর আগে। আফতাব আহমদ অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন।

৩ মন্তব্য
  1. Miraj Hossain বলেছেন

    শুভ কামনা রইল, সুন্দর মনের মানুষকে, এখনও নেতিবাচক কোন মনোভাব তার মধ্যে পরিলক্ষিত হয় নাই।

  2. Ashraf U Khan বলেছেন

    তালাকের পরেও কোন বিশেষণ ছাড়া স্ত্রী বলা যায় ? সঙবাঁদিক !

  3. Hossain Jamshed বলেছেন

    ১ম স্ত্রীর ২য় বিয়ে…
    এবং শাওনের ক্ষেত্রে ২য় স্ত্রীর ১ম বিয়ে….

    বামপক্ষ=ডানপক্ষ (প্রমানিত)….