অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ধর্ষণের পর হত্যা মামলায় দুইজনকে ফাঁসির রায়

0
.

পাবনায় এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলায় অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে। আজ বুধবার দুপুরে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ইকবাল খান ও পাবনার সুজানগর উপজেলার আজিম উদ্দিন।

মামলার বর্ণনায় জানা গেছে, মোবাইলে প্রেমের সম্পর্কের সূত্র ধরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার রুবেল হোসেনের কাছে চলে যান রাজবাড়ীর কালুখালি উপজেলার কাকলী খাতুন। পরে তাকে বাড়িতে ফিরিয়ে দেয়ার কথা বলে কাকলী খাতুনকে নিয়ে যায় রুবেলের বন্ধু ইকবাল ও আজিম। ২০১২ সালের ৩ সেপ্টেম্বর বাড়িতে ফিরিয়ে না দিয়ে সুজানগরে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে তারা। পরে পুলিশ একটি মাঠ থেকে কাকলীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলার পর জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে দুইজন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

তদন্ত শেষে ২০১৩ সালের ১৬ জুন আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ১৬ জনের স্বাক্ষ্যগ্রহণ করা হয়। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ ইকবাল ও আজিম কে মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়া রুবেল ও ইয়াসিন নামের দুইজনকে খালাস দেন।