অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পটিয়ায় ভেজাল খাদ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

0
.

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

পটিয়ার পৌর সদরের কামালবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার সন্ধায় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান, উপজেলা নির্বাহী মোবাইল কোর্ট পরিচালনাকালে অনুমোদনবিহীন খোলা বিস্কুট ও খাবার সামগ্রী বিক্রি করার দায়ে মিরাজ স্টোর এর মালিক মফিজুর রহমানকে ১০ হাজার টাকা ও শাহ আমান আলী স্টোর এর মালিক মোঃ নুর কাশেমকে ১০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ তেল বিক্রি করার দায়ে মুদির দোকান বড়ুয়া স্টোর এর মালিক পারদর্শী বড়ুয়াকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বলেন প্রতিনিয়ত এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে যাতে করে কোন ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে কোন ধরনের খ্যদ্য দ্রব্য বিক্রি না হয়।