অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইষ্ট লন্ডন হাসপাতালের হিমাগারে পড়ে আছে প্রবাসী কামালের লাশ

0
.

শওকত বিন আশরাফ, সাউথ আফ্রিকা থেকেঃ

ডাকাতের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ৭ দিন পার হয়ে গেলেও এখনো ইষ্ট লন্ডন হাসপাতালের হিমাগারে পড়ে আছে বাংলাদেশী ব্যবাসায়ী কামাল আহামদ ভুট্টুর লাশ।

মৃত্যুর একদিন পর লাশের পোস্ট মর্টেম হওয়ার নিয়ম থাকলেও কামাল আহামদের নিকট কোন আত্নীয় স্বজন লাশের খোঁজ খবর না নেওয়ার কারণে গত ৭ দিন ধরে হাসপাতালের হিমাগারে লাশটি পড়ে আছে।

গতকাল মঙ্গলবার সকালে ইষ্ট লন্ডন হাসপাতালের হিমাগারে টেলিফোনে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ।হিমাগার কর্তৃপক্ষ বলেছে গত ১৮ তারিখ রাতে কামালের মৃত্যু হলেও লাশের কোন নিকট আত্মীয় স্বজন তদারকি না করায় নিয়ম অনুযায়ী লাশের পোস্ট মর্টেম হয়নি।

এদিকে কামাল আহামদ ভুট্টার অসংখ্য চাচাতো ও জেটাতো ভাই থাকলেও তারা এই ব্যাপারে কোন উদ্যেগ নিচ্ছেনা।

অপরদিকে, নিহত কামাল আহামদ ভুট্টাুর বাড়িতে আত্নীয় স্বজনের মধ্যে শোকের মাতম চলছে।

কামাল আহামদ ভুট্টাুর লাশটি দেশে পাঠানোর জন্য বাংলাদেশ হাইকমিশন বা বাংলাদেশ পরিষদের দৃষ্টি আকর্ষণ করেন প্রবাসীরা।

উল্লেখ্য,গত অক্টোবর মাসের ২৩ তারিখ ইস্টার্ন ক্যপের স্টেকস্প্রীরিট এলাকায় কামাল নিজ দোকানে তাকাতের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।