অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মোস্তফা হাকিম ও ডায়মন্ড সিমেন্টসহ ৬টি প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ, ছাড়পত্র নবায়ন বিহীন ও পাহাড় কাটার মাধ্যমে পরিবেশগত ক্ষতিসাধনের অভিযোগে সাবেক মেয়র মঞ্জুরুল আলম মঞ্জুর পারিবারিক শিল্প প্রতিষ্ঠান মোস্তফা হাকিম সিমেন্ট এবং ডায়মন্ড সিমেন্টসহ ৬টি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।

এর মধ্যে সীতাকুণ্ডে দুইটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ অর্থদন্ড করেন।

.

দন্ডিত প্রতিষ্ঠানগুলো হল-গ্লোবাল পার্টনার অটো রাইস মিল (ব্রাহ্মণবাড়িয়া)কে একলাখ টাকা, ফোর স্টার শিপ ব্রেকিং ইয়ার্ডকে ৩০ হাজার টাকা, ডায়মন্ড সিমেন্ট ইউনিট-১ (কর্ণফুলীকে)-২০ হাজার, এস কিউ উড প্রিজারভেটিব (কুমিল্লা)কে-২০ হাজার, শাহজালালর স্টিল (কুমিল্লা সদর)কে-২০ হাজার, মোস্তফা হাকিম সিমেন্ট ইন্ডাষ্ট্রিজকে ১০ হাজার টাকাসহ মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করার অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান পাঠক ডট নিউজকে বলেন, একটি সিমেন্ট তৈরী কারখানা ও একটি শিপ ইয়ার্ডসহ মোট ৬টি প্রতিষ্ঠানকে পরিবেশের শর্ত ভঙ্গ করায় জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।