অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খালেদা জিয়া মুক্তির দাবীতে উত্তর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

0
.

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর দক্ষিণ জেলার উদ্যোগে আজ সোমবার (৯ ডিসেম্বর) বিকালে পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলাঃ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোরসালিন এর সভাপতিত্বে আজ বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সরওয়ার উদ্দিন সেলিম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান মঞ্জু।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মো. নুরুল হুদা সোহেল এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. সাফায়েতুল ইসলাম সাবাল, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মো. আকবর আলী, যুগ্ম সম্পাদক মো. ইউসুফ তালুকদার, স্বেচ্ছাসেবক দল নেতা মো. জসিম উদ্দিন চৌধুরী, মনছুর আলম চৌধুরী, আলাউদ্দিন মনি, মো. হারুন, মো. শওকত আলী রাজু, সোলায়মান রাজ, মো. দিদারুল আলম, ওয়াসিম রেজা, মো. নাজিম উদ্দিন, একরাম উদ্দিন, এড. মাঈন উদ্দিন, মো. ওমর শরীফ, মো. মোশাররফ হোসেন, মো. ফোরকান ইকবাল, এরশাদ মির্জা, সাইফুল তালুকদার, মো. জাহেদ, আনিসুল ইসলাম, আবু তাহের, জাসেদ হোসেন জাসু, মো. শামীম, শাহ্ মো. ফোরকান উদ্দিন, টিকলু তালুকদার, মো. আলমগীর, তাহেরা মহরম, মো. মোতাহের, মো. আসলাম উদ্দিন, বাপ্পা বিশ্বাস, মো. মঈন, মো. কামাল উদ্দিন, তাজুল ইসলাম, দেলোয়ার, তানভীর আজাদ, মো. রাজ্জাক, হেমায়েত উল্লাহ আওরঙ্গ হিমু, তাপস দে, সরোয়ার সুমন, মো. জিয়াউদ্দিন ফরহাদ, শাহ্ আলম, মাহফুজুল আলম চৌধুরী, হেলাল উদ্দিন বাবর, সাহাব উদ্দিন, মোরশেদুল আলম সোহাগ, সালাহ উদ্দিন সিকদার, গিয়াস উদ্দিন, মো. মাসুম বিল্লাহ, ইকবাল হোসেন মিঠু, ইসমাইল হোসেন রানা, কামরুল হাসান চৌধুরী বাপ্পী প্রমুখ।

.

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলঃ বিকেলে নতুন ব্রীজ সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক বিক্ষোভ সমাবেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ শাসন ব্যবস্থা চিরস্থায়ী করার লক্ষ্যে অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রেখেছে। সরকার এখন জনাতঙ্কে ভোগছে। জনগণ ক্ষেপে গেলে তাদের যে গদি থাকবে না তা তারা ভালো করেই বুঝতে পেরেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ বেশি ভয় পায়। তাই আদালতকে নগ্ন হস্তক্ষেপ করে বার বার তাঁর জামিনকে বিলম্বিত করছে। এই ধরণের মামলায় সাধারণত সাত দিনের মধ্যেই জামিন হয়। কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে সরকারের নগ্ন হস্তক্ষেপে এটা করা হচ্ছে না। বর্তমান অবৈধ সরকার সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি তথা জিয়া পরিবারকে নস্যাৎ করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বক্তারা আরো বলেন, আগামী ১২ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরবর্তী জামিন শুনানির দিন যদি তাঁকে জামিন দেওয়া না হয় ও তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আন্দোলনের মাধ্যমে বর্তমান অবৈধ সরকারের পতন তরান্বিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মো: ফৌজুল কবির ফজলু, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুস সবুর, যুগ্ম সম্পাদক শফিউল করিম শফি, সালাউদ্দিন সুমন, গিয়াস উদ্দিন চৌধুরী আজাদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহ্ নেওয়াজ চৌধুরী, জিয়াউল কাদের জিয়া, তরিকুল ইসলাম টুটুল, মোনায়েম খান, আবদুল মান্নান, মো: আলমগীর, নঈম উদ্দিন চৌধুরী, লুৎফুর এনাম টিটু, আবদুল কাদের, কামাল হোসেন, রেজাউল করিম মাসুদ, শাখাওয়াত হোসেন, গাজী ফোরকান, শাহ নেওয়াজ, শহিদুল ইসলাম, নাছির উদ্দিন দিদার, মোরশেদ আলী, আমিনুল ইসলাম, আবুল হোসেন, আবু তৈয়ব মাহীর, হান্নান রহিম, তৌহিদ, এনাম, আবছার, খোকন শাহ্, হানিফ, সেলিম, রফিক, জামাল, সৈয়দ নবী, শাওন, মো: সাইর, ফিরোজ মুন্না, মো: হাসান, ইদ্রিস মানিক, নছুরুল্লাহ ইয়াছিন, মো: নেজাম উদ্দিন, মনজুর উদ্দিন, মো: ফয়সাল, মো: ইরফান, মো: মানিক, জিল্লুর করিম, রবিউল, শামসু প্রমুখ।