অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রোহিঙ্গারা ভয়ে বাংলাদেশে প্রবেশ করে: শুনানিতে সুচি

0
.

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক বিচারালয়ের নিয়ে আসার জন্য সমালোচনা করেছেন দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি। তিনি দাবি করেন, রাখাইনে জাতিগত সংঘাত নয়, সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) পুলিশ চৌকিতে হামলা চালিয়ে ৩০ জন পুলিশকে হত্যার পর অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। এ সময় রোহিঙ্গা ভয়ে বাংলাদেশের প্রবেশে করে।

বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার করা মামলার দ্বিতীয় দিনের শুনানিতে এভাবে সাফাই বক্তব্য দিয়েছেন তিনি।