অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কাবুলে শিয়াদের ওপর হামলা, নিহত ১৪

0

kabul-police-reutersআফগানিস্তানের রাজধানী কাবুলে পবিত্র আশুরা উপলক্ষে জড়ো হওয়া শিয়া সম্প্রদায়ের লোকদের ওপর হামলা চালিয়ে ১৪ জনকে গুলি করে হত‌্যা করা হয়েছে। এ ঘটনায় এক হামলাকারীও নিহত হয়েছে। তবে এ পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

মঙ্গলবার(১১ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টার কিছুক্ষণ আগে কাবুলের অন‌্যতম বড় মাজার কারতে সাকিতে এ হামলা চালানো হয়। খবর- রয়টার্স

নিহতদের মধ‌্যে ১৩ বেসামরিক নাগরিক এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। হামলায় আরও ৩৬ জন আহত হয়েছেন বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক-সেদিকি জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি সঙ্গে বিস্ফোরণের শব্দও তারা শুনেছেন।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের অনেক মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। পুলিশের পোশাক পরা অন্তত একজন বন্দুকধারী তাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়।

হারদার হেদায়াত নামের একজন বলেন, ‘প্রথমে তারা গেইটে থাকা পুলিশকে লক্ষ্য করে গুলি করে, তারপর ভিতরে প্রবেশ করে।’ নিহত হামলাকারী পুলিশের পোশাক পরা ছিল বলে জানিয়েছেন জামশিদ জান নামের আরেক প্রত্যক্ষদর্শী।

প্রাথমিক তথ‌্যে হামলাকারীর সংখ‌্যা তিনজন বলা হলেও সেদিকি জানিয়েছেন, পুলিশের বিশেষ বাহিনীর গুলিতে একজন বন্দুকধারী নিহত হয়েছে।

এ হামলার সঙ্গে কোনো ধরনের সংযোগ থাকার কথাও অস্বীকার করেছেন তালেবানের এক মুখপাত্র।

ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত লোকজন নিহত হামলাকারীর লাশ ঘিরে ধরে মৃতদেহে লাথি মারে, কেউ কেউ লাশটি আগুনে পুড়িয়ে ফেলার কথা বললেও পুলিশ তাদের বাধা দেয়।

কাবুলের পুলিশ প্রধান আব্দুল রহমান রাহিমি জানিয়েছেন, হামলা শুরুর পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে লোকজনকে সরিয়ে দেয়।