অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে ধানের শীষের গাড়ী ভাঙচুরের অভিযোগ

0
ফাইল ছবি।

বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:

বোয়ালখালীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে একটি মাইক্রোবাসের গ্লাস ভাঙচুর করা হয়েছে।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরের এবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

বোয়ালখালী পৌরসভা বিএনপির সভাপতি ও পৌর মেয়র হাজী আবুল কালাম আবু জানান, নির্বাচনী প্রচারণা শেষে ভাড়া করা মাইক্রোবাসটি উপজেলা সদরে পৌঁছলে বেশ কয়েকজন যুবক গাড়ি ভাঙচুর করে। গাড়িটি উপজেলা সদরে নৌকার অফিস পাশে দাঁড় করিয়ে চালক চা খেতে নেমেছিল।

গাড়িতে বসা ৪-৫ লোকজনকে মারধরও করা হয়েছে দাবি করে তিনি বলেন, ধানের শীষের প্রচারণায় যাওয়া লোকজনের মোবাইল ও টাকা কেড়ে নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি।

ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, শনিবার বোয়ালখালীতে বিকেলে উপজেলা সদরে ধানের শীষে ভোট চেয়ে নেতা-কর্মী সমর্থকরা গণ সংযোগ এবং শান্তিপূর্ণ বিশাল মিছিল করেছে। সন্ধ্যায় গণসংযোগে আসা একটি গাড়ি নৌকার সমর্থকরা ভাঙচুর হয়েছে বলে জানতে পেরেছি। এব্যাপারে প্রশাসনকে জানানো হয়েছে।