অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

২৯ নভেম্বর চট্টগ্রামে ২৪ ঘন্টা পরিবহন ধর্মঘট

0
sorok-poribahan-sromik-fedration-photo
শনিবার পলোগ্রাউণ্ড এলাকায় সম্মেলনে ধর্মঘট কর্মসূচি ঘোষণা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

আগামী ২৯ নভেম্বর বৃহত্তর চট্টগ্রামের ৫টি জেলায় ২৪ ঘন্টা সড়ক পরিবহন শ্রমিক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখা।

আজ শনিবার বিকালে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মেলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিন কনভেনশনে শ্রমিক ফেডারেশনের সাথে সংযুক্ত ৪৩টি সংগঠনের কার্যকর কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবিলম্বে চট্টগ্রাম বাস, ট্রাক, প্রাইমোভার ট্রেইলারের জন্য টার্মিনাল শহর এলাকার বাস, হিউম্যান হলার, অটো রিক্সা, অটো টেম্পো পার্কিং স্পট নির্ধারণ, সহজ পদ্ধতিতে যোগ্যতা পরীক্ষা করে ড্রাইভিং লাইসেন্স প্রদান, অবিলম্বে ৪০০০ আন রেজিষ্ট্রার্ড অটো রিক্সা (সিএনজি)’র রেজিষ্ট্রেশন প্রদান, নিয়োগপত্র প্রদান এবং পরিবহন শ্রমিকদের কল্যাণ তহবিলে টাকা প্রদত্ত নিশ্চিতকরণ, পুলিশের হয়রানি, নির্যাতন বন্ধ, দলবাজি, দলীয়করণ ও দখলবাজি বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সড়ক মহাসড়কে অবৈধ গাড়ি চলাচল বন্ধ এবং সড়ক দুর্ঘটনা ও যানজট প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন দাবীতে এ ধর্মঘট পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি ও কনভেশন প্রস্তুতি কমিটি আহ্বায়ক মৃণাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি হাজী রুহুল আমিন, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, অলি আহামদ, কার্যকরী সভাপতি রবিউল মওলা, চট্টগ্রাম জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুস সবুর, চট্টগ্রাম প্রাইমোভার ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ন কবির, চট্টগ্রাম জেলা অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি বোরহানুল হক, চট্টগ্রাম মহানগর বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জনাব নুরুল হক, চট্টগ্রাম অটোরিক্সা অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।