অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইপিজেড এ পুলিশ শ্রমিক সংঘর্ষ, সড়ক অবরোধ

0
.

চট্টগ্রামের ইপিজেডের একটি পোষাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

আজ শনিবার (১১ জানুয়ারী) সকালে এ ঘটনার পর পুলিশ “সি-এম” নামে ওই কারখানাটি ঘিরে রেখেছে।

তবে ভীতরে শ্রমিক বিক্ষোভ চলছে বলে জানায় স্থানীয়রা।

জানাগেছে, বেতন ভাতা নিয়ে কারখানার কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের বিরোধ চলে আসছিল। এনিয়ে গত বৃহস্পতিবার কারখানার কর্মকর্তাদের মারধর করে শ্রমিকরা।

আজ সকালে একই দাবীতে শ্রমিকরা বিক্ষোভ করে কারখানার সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণের চেষ্টা করলের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। দুপুরের পর থেকে পুলিশ শ্রমিকদের কারখানার ভীতরে ডুকিয়ে দিয়ে বাইরে থেকে ঘিরে রেখেছে। শ্রমিকরা ভীতরে বিক্ষোভ করছে বলে জানান, ইপিজেডের অন্য প্রতিষ্ঠানের শ্রমিক নওশেদ আরমান।

এ ব্যাপারে ইপিজেড থানার ওসির সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

থানার ডিউডি কর্মকর্তা এসআই লাকি আক্তার বলেন- শ্রমিকরা রোড ব্যারিকেট দিয়েছিল বেতনের দাবীতে। কোন সংঘর্ষ হয়নি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।