অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাটহাজারীতে গীতা বিদ্যাপাঠের শুভ উদ্ধোধন

0
.

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগিশিক) হাটহাজারী উপজেলার নন্দীরহাট ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড সংসদের আয়োজনে ও শ্রীশ্রী গোপাল জীউর মন্দির পরিচালনা পরিষদের সহযোগিতায় শ্রীশ্রী গোপাল জীউর মন্দির গীতা বিদ্যাপাঠের শুভ উদ্ধোধন হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠান সূচির মধ্যে ছিলো উষা কীর্তন মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন গীতাপাঠ আলোচনা সভা মহাপ্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগিশিক ১নং ওয়ার্ড চসিক সংসদের নৃপেন আর্চায্য। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাষ্টার অশোক কুমার নাথ সভাপতি হাটহাজারী উপজেলার পূজা উদযাপন পরিষদ প্রধান পৃষ্ঠপোষক বাগিশিক হাটহাজারী উপজেলা, প্রণব কুমার সাহা বাবুল প্রধান সমন্ময়কারী শ্রীশ্রী গোপাল জীউর মন্দির মন্দির পরিচালনা পরিষদ, প্রভাষক পলাশ কান্তি নাথ রণি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাগিশিক কেন্দ্রীয় সংসদ, নিকু শীল সহ সাংগঠিক সম্পাদক উত্তর জেলা বাগিশিক, গঙ্গাপদ গোস্বামী সভাপতি বাগিশিক হাটহাজারী উপজেলা সংসদ,নারায়ন গোস্বামী প্রতিষ্ঠাতা সভাপতি বাগিশিক হাটহাজারী উপজেলা সংসদ,সঞ্জয় নাগ সাধারণ সম্পাদক শ্রীশ্রী গোপাল জীউর মন্দির মন্দির পরিচালনা পরিষদ, চন্দন নাথ সাধারণ সম্পাদক বাগিশিক হাটহাজারী উপজেলা সংসদ, বাসুদেব গোস্বামী সাধারণ সম্পাদক বাগিশিক ১নং ওয়ার্ড চসিক সংসদ প্রমূখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, বর্তমান সমাজের চলমান অবক্ষয়রোধে ধর্মীয় অমিয় বাণী নতুনদের মাঝে ছড়িয়ে দেওয়ার বিকল্প নেই। গীতার মানবতাবাদী বাণী বর্তমান প্রজন্মের কাছে যথাযথভাবে প্রচার করা গেলে রাষ্ট্রীয় সামাজিক পারিবারিক চলমান অশান্তিগুলো দূর করা সম্ভব হবে। সনাতনী সমাজের সকল নারীপুরুষ নিজ নিজ সন্তানদের অন্যান্য শিক্ষার সাথে ছোট কাল থেকে গীতা শিক্ষা শিক্ষিত করা আহবান জানাই। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের মাঝে গীতা বিতরণ করা হয়।