অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কবি সাংবাদিক মুশাররাফ করিম মঞ্জু আর নেই

0
.

৬০ দশকের অন্যতম কবি ও প্রবীণ সাংবাদিক, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি মুশাররাফ করিম মঞ্জু ইন্তেকাল করেছেন।

গতকাল শনিবার (১১ জানুয়ারী) ১০টায় ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ন সম্পাদক কাদের গনি চৌধুরী পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মঞ্জু ছিলেন জাতীয়তাবাদী একজন কবি ও সাংবাদিক। একসময়ে মওলানা ভাসানী ও পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসারী এ কবি মুক্তিযুদ্ধের সময় যেমন দেশের জন্য লিখেছেন, তেমনি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় লিখেছেন গনতন্ত্রের জন্য। তাঁর সে সময়ের কবিতা গুলো বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। শহীদ জিয়ার শাহদাত বরণের পর তাঁর উপর লিখা একটি কবিতা পোস্টারে ছাপা হয়ে বাংলাদেশের দেয়ালে দেয়ালে ছেঁয়ে গিয়েছিল। দীর্ঘদিন তিনি দৈনিক দিনকালের মফস্বল সম্পাদক ও বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

কবি মুশাররাফ করিম ষাটের দশকের আইয়ূববিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি ময়মনসিংহ সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা ও নেত্রকোনার বিরিশিরির উপ-জাতীয় কালচারাল একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

মুশাররাফ করিমের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: ‘কোথায় সেই দীর্ঘ দেবদারু’, ‘ঘাসের দগায় হলুদ ফড়িঙ’, ‘পাথরের পথে’, ‘সে নয় সুন্দরী শিরিন’ ইত্যাদি।

তার উল্লেখযোগ্য উপন্যাস: ‘পূর্ব-পুরুষগণ’, ‘প্রথম বৃষ্টি’ ইত্যাদি।