অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাতকানিয়ায় বন্দুকযুদ্ধে জামায়াত সন্ত্রাসী নিহত, ৮ পুলিশ আহত

27
cross
পুলিশের কথিত বন্দুক যুদ্ধে নিহত সন্ত্রাসী আবুল বশর।

চট্টগ্রামের সাতকানিয়ায় সন্ত্রাসীদের সাথে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত ও পুলিশের ৮ সদস্য আহত হয়েছে। রবিবার ভোরে জেলার সাতকানিয়া উপজেলার জামায়াত শিবির অধূষ্যিত এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।

নিহত সন্ত্রাসীর নাম আবুল বশর (৪০)। তিনি জামায়াত সমর্থক বলে দাবী করেছেন পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তার বিরুদ্ধে ২৪ টি মামলা রয়েছে।

?
.

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন খন্দকার বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, শনিবার রাতে পুলিশ সন্ত্রাসী আবুল বশরকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আজ ভোর ৫টার দিকে এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় অস্ত্র উদ্ধার করতে গেলে আবুল বশরের সহযোগিরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আবুল বাশার দুপক্ষের বন্দুক মারা যায়। পুরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

স্থানীয় সুত্রে জানাগেছে ওয়ার ইলেভেনের পর থেকে সন্ত্রাসী বশর এলাকা থেকে পালিয়ে যায়। বেশ কিছুদিন দেশের বাইরে ছিল। তবে পালাতক অবস্থায়ও বিভিন্ন ঘটনায় তার নামে পুলিশ মামলা দায়ের করে।
কিছুদিন আগে সে এলাকায় আসে।

২৭ মন্তব্য
  1. Aminul Islam Asif Sikder বলেছেন

    শুধু জামায়ত হলে সন্ত্রাসী হয় না?

  2. Mesbah Uddin Tamim বলেছেন

    ফেক নিউজ।
    সন্ত্রাসী নয়, যুদ্ধ ও নয়।
    গুলি করে মারা হইছে নিরীহ মানুষকে।

    1. Aminul Islam Asif Sikder বলেছেন

      ধন্যবাদ

  3. সরল কথা বলেছেন

    হা হা হা জামাতি সন্ত্রাসী!!!! বাহ মিডিয়াতে দেখি নতুন শব্দ যুক্ত হইছে!!!

  4. Forhad Uddin বলেছেন

    ভাই সবসময় তাজা খবর দেয়ার জন্য ধন্যবাদ

  5. Imran Sohel বলেছেন

    আহত কয়েকজনের ছবি প্রকাশ হলে……….

  6. Shihab Uddin বলেছেন

    এই বিনুদনের শেষ কোথাই?

  7. M Rahaman Rajib বলেছেন

    উনি তো এলাকায় ভালো মানুষ হিসাবে পরিচিত,আর আপনি?

  8. Mohi Uddin Maaenterprise বলেছেন

    আহতরা কোন হাসপাতালে ভর্তি হয়েছে?

  9. Asraful Alam Bhuiyan বলেছেন

    হলুদ সাংবাদিকতার এক অপূর্ব দৃষ্টান্ত দেখিয়েছেন উক্ত সংবাদের মাধ্যমে..আপনার মেজোরিটি ফেসবুক ফ্রেন্ডই ডানপন্থী, আপনার থেকে কেউ নিউজটা এভাবে প্রত্যাশা করেনা… আমারও পারসোনালি আপনার প্রতি একটা পজিটিভ ধারণা ছিল, বিশ্বাস ছিল.. কাজীর দেউড়ীতে দু’তিনবার আপনার সাথে কথা বলেছিলাম.. আমি বিস্মিত!!! আমি বিস্মিত!! Saiful Islam Shilpi

  10. Md Sohel বলেছেন

    শিল্পি ভাই এর চেহারা, র সাথে মিল আছে।।

  11. Alim Uddin বলেছেন
  12. Kawsar Ul Haq Sujon বলেছেন

    একটু প্রেমাস না হওয়ার আগে দালালি শুরু করে দিলেন,আপনাকে ড়িজেবেল করতে বাধ্যে হলাম,

  13. এম. নাজিম উদ্দীন বলেছেন

    Saiful Islam Shilpi ভাই আপনার কাছে এভাবে এত জগন্য ভাষার রিপোর্ট আশা করি নাই।

  14. MD Abdul Aziz বলেছেন

    আপনাকে অনেক ভাল এক জন সাংবাদিক মনে কর্তাম আপনিও জে হলুদ হয়েগেছন জানতাম না আগে

  15. MD Abdul Aziz বলেছেন

    জামাত শিবিরের মত শান্তিকামি আর কুন দলটা আছে???????? Saiful Islam Shilpi

  16. ডাঃ খালেদ দেওয়ান বলেছেন

    নাটক আর কত ?

  17. ডাঃ খালেদ দেওয়ান বলেছেন

    জামায়াত কোথায় সন্ত্রাস করেছে ?

  18. MD Abdul Aziz বলেছেন
  19. Tanvir Siddiky বলেছেন

    Awami ligue er keu bole na jamat sontrashi tui bolli mane tui varoter dalal nastik

  20. সংবাদ সারাক্ষন বলেছেন

    তথ্য নিয়ে জানা গেছে, নিহত জামায়াত কর্মি রাজনৈতিক হত্যাকান্ডের নির্মম শিকার। জনমত অনুযায়ী নিঃসন্দেহে একজন দরদী মানুষ ছিলেন। এমন একটি নির্মম হত্যাকান্ডের এভাবে নেতিবাচক ও অপমানজনক নিউজ কোন সুন্দর মনের সাংবাদিক বন্ধুর কাঁছে একেবারেই অপ্রত্যাশিত। সে হউক ডান বা বাম। দুঃখ পেলাম।

  21. Md Nur Khan বলেছেন

    এমন সাংবাদিকতা আপনার কাছে আশা করিনি, নিজেকে সৎ ও নীতিবান সাংবাদিক হিসাবে গড়ে তুলা এ সময়ে খুবই কঠিন ব্যাপার ছিল। ফেমাস হবেন ঠিক আছে কিন্তু কোন রাজনৈতিক দল বা মৃত ব্যাক্তিকে হেয় প্রতিপন্ন করে কেন?

  22. ডাঃ খালেদ দেওয়ান বলেছেন

    অনেক বড় মাপের সংবাদকর্মি হতে
    চাইছে !
    আমার সাইফুল শিল্পী ।

    1. Saiful Islam Shilpi বলেছেন

      জনাব আপনার কোন সমস্যা..?

  23. Abdul Mannan বলেছেন

    সত্য ও ন্যায় বিচারক একমাত্র মহান আল্লাহ্ একদিন সত্য মিথ্যার সঠিক বিচার হবে ইনশাআল্লাহ

  24. Abu Sufian বলেছেন

    হায় আল্লাহ! শিল্পী তুমি কি সাম্বাদিক না লিপোরটার?

  25. এস আই সৈকত বলেছেন

    কোথায় বন্দুক যুদ্ধ কোথায় সন্ত্রাসী আপনিও বলেন এইসব কথা ভাই হাসাইলেন,