অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল বুলস

0
15102231_1873674246195363_1656030215_o
.

বিপিএলের চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি নাঈম ইসলামের রংপুর রাইডার্স ও বরিশাল বুলস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার দিনের প্রথম হাইভোল্টেজ ম্যাচে তামিমের চিটাগং ভাইকিংসকে ১৯ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরো সুসংহত করলো সাকিবের ঢাকা ডায়নামাইটস। টুর্নামেন্টে জয়ে শুরু করা চিটাগং এ নিয়ে টানা চার ম্যাচ হারলো।

গত ৮ নভেম্বর উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার কাছে আট উইকেটে হেরে বরিশালের বিপিএল যাত্রা শুরু হয়। পরের ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ছয় উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়ান মুশফিকরা।

সবশেষ ১৩ নভেম্বরের ম্যাচে রাজশাহী কিংসকে ৪ রানে ও পরদিন চিটাগংকে সাত উইকেটে হারিয়ে টানা তিনটি জয় তুলে নেয় বরিশাল।

অন্যদিকে, নিজেদের প্রথম দুই ম্যাচেই দাপুটে জয় পায় নাঈম-সৌম্যর রংপুর। ৯ নভেম্বর চিটাগংকে ৯ উইকেটে হারানোর পরদিনই খুলনা টাইটান্সকে মাত্র ৪৪ রানে অলআউট করে ৯ উইকেটের উড়ন্ত পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করে তারা। কিন্তু সবশেষ ম্যাচটিতে (১২ নভেম্বর) ঢাকার কাছে ৭৮ রানের বড় ব্যবধানে হেরে হোঁচট খায় রংপুর।

চার ম্যাচে তিন জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বরিশাল। এক ম্যাচ কম খেলে চার নম্বরে থাকা রংপুরের সংগ্রহ দুই জয়ে ৪। এ ম্যাচ জিতলে নেট রাট রেটের হিসেবে তাদের দুইয়ে ওঠার সুযোগ থাকবে। পাঁচ ম্যাচে আট পয়েন্টে শীর্ষেই ঢাকা।

চার ম্যাচে ৬ পয়েন্টে তিনে মাহমুদউল্লাহর খুলনা। তিন ম্যাচে মাত্র এক জয়ে পাঁচে রাজশাহী। হারের বৃত্তে থাকা চিটাগং ছয়ে আর টানা চার ম্যাচেই জয়হীন মাশরাফির কুমিল্লা তলানীতে।