অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পটিয়ায় আগুনে পুড়েছে ৭ বসতঘর

0
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে নি:স্ব হয়ে পড়েছে ৭ পরিবার।

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় আগুনে পুড়ে গেছে ৭ বসতঘর। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি  হয়েছে। রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার কোলাগাঁও লাখেরা দিঘীর পাড় এলাকায় ঘটনাটি ঘটে।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মো. ইসমাঈল, জাইদুল হক, নুরুল হক, উসমান আলী, আমিনুল হক, তাহের আহমদ, জাহেদুল হকের বসতঘরসহ সবকিছু হারিয়ে নি:স্ব হয়ে পড়েছে। বর্তমানে ৭ পরিবারের প্রায় ৪০ জনের অধিক সদস্য খোলা আকাশের নিচে বসবাস করছে।

কোলাগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার রবিউল আলম জানান, বর্তমানে ৭ পরিবারের সবাই খোলা আকাশের নিচে বসবাস করছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সবাই গরীব। এলাকার বিত্তশালীদের ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, রবিবার রাতে সাত পরিবারের সদস্যদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করেছে স্থানীয়রা।

ক্ষতিগ্রস্থরা জানিয়েছে, আগুনে পুড়ে তাদের গুরুত্বপূর্ন কাগজপত্র, আসবাবপত্র ছাড়াও নগদ টাকা ও স্বর্ণলংকার পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

পটিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা টিটন সেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।