অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ভারত-বাংলাদেশ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

0
.

চট্টগ্রামে ভারত বাংলাদেশ যৌথ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে দুই দেশের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সীমান্ত সম্মেলনে বাংলাদেশের পক্ষে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামশুল আরেফিন ও ভারতের পক্ষে ত্রিপুরার গোমাটি জেলার ডিএম ও কালেক্টর রাভাল হামেন্দ্র কুমার নেতৃত্ব দেন। 
 
.

সম্মেলনে দুদেশের সীমান্ত সংক্রান্ত অপরাধ দমন, পর্যটন খাতে উন্নয়ন, জাতীয় উৎসব গুলোতে দু’দেশের মধ্যে যাতায়াতে সহজিকরণ, ফেনী নদীর পানি বন্টন, চোরাচালান প্রতিরোধ, চট্টগ্রাম ফটিকছড়িতে সীমান্ত হাট চালু এবং কাস্টমস ও পুলিশ চেকপোষ্ট স্থাপনের ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয়েছে।

 
সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ত্রিপুরার গোমাটি জেলার ডিএম ও কালেক্টর রাভাল হামেন্দ্র কুমার ফেনী নদীতে ভারতের একতরফা ভাবে স্থাপিত ২৬টি পাম্প হাউজ যৌথ নদী কমিশনের সাথে আলোচনা সাপেক্ষে তুলে নেয়ার ব্যাপারে ভারত একমত পোষন করেন বলে জানান।
 
সম্মেলনে দুদেশের উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তা এবং বিজিবি, বিএসএফসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।