অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দুই পুলিশ লাঞ্ছিত করায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

0
.

ঝালকাঠি জেলা প্রশাসকের বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কনস্টেবলকে লাঞ্ছিত করার অভিযোগে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শেখ রাব্বিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সকালে শহরের স্টেশন রোড থেকে তাকে গ্রেফতারের পর বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হকের বাসবভনের সামনে আড্ডা দিচ্ছিলেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কনেস্টবল তৌহিদুল ইসলাম ও মো. তাজউদ্দিন ওই ছাত্রলীগ নেতাকর্মীদের আড্ডা দিতে নিষেধ করেন।

এতে ক্ষিপ্ত হন ছাত্রলীগ নেতাকর্মীরা। উভয় পক্ষে বাগবিতণ্ডার একপর্যায়ে দুই কনস্টেবলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তারা।

এ ঘটনায় রাতেই পুলিশ কনস্টেবল মো. তাজউদ্দিন বাদী হয়ে ঝালকাঠি থানায় জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শেখ রাব্বিসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করে একটি মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন-ছাত্রলীগকর্মী সৈকত, অনিক ও শিশির।

ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।