অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ছবিতে দেখুন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা ও পরবর্তি অবস্থা

0
স্বজনদের খোঁজে উদ্বিগ্নরা ভীড় জমাচ্ছেন মসজিদ এলাকায়।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে আজ জুমার নামাজের সময় বন্দুকধারীর গুলিতে এখন পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছেন। মসজিদে হামলাকারী ব্যক্তি অস্ট্রেলিয়ার নাগরিক। আজ স্থানীয় সময় বেলা দেড়টার দিকে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে জুমার নামাজ আদায়রত মুসলিমদের ওপর হামলা চালান ওই বন্দুকধারী। পরে কাছাকাছি শহরতলি লিনউডের মসজিদে হামলা চালানো হয়। তবে দ্বিতীয় মসজিদে হামলাকারী একই ব্যক্তি কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি। এ হামলায় তিন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন।

নিউজিল্যান্ডের অন্যান্য শহরেও পুলিশকে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে দেখা গিয়েছে
গুলি করতে করতে মসজিদে প্রবেশ করছে হামলাকারী খৃষ্টান জঙ্গি।
হামলার পর মসজিদ এলাকায় উত্বিগ্ন স্বজনরা।
খোঁজ নিতে মসজিদ এলাকায় আসছেন উদ্বিগ্ন স্বজনরা
খোঁজ নিতে মসজিদ এলাকায় আসছেন উদ্বিগ্ন স্বজনরা
হামলাকারী একজনকে পুলিশ আটক করে।
স্বজনদের উৎকণ্ঠা।
হামলাকারী খৃষ্টান জঙ্গি।