অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সন্দ্বীপের ভোটাররা জানেন না, প্রার্থী কারা এবং প্রতীক কি?

0
.

সন্দ্বীপ উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আলহাজ্ব মাষ্টার শাহজাহান বিএ ও মাঈন উদ্দিন মিশন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হওয়ায় একটি মাত্র পদে নির্বাচন হচ্ছে আজ। কেবল মাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদে। তাই ভোটারদের মধ্যে উদ্দীপনাে ছিলোনা, প্রার্থীরাও ছিলেন নিস্ক্রিয়। তাই ভোটারের উপস্থিতি নেই আজ ভোট কেন্দ্রে ।

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের জেবুন নেসা জেসী কলসী মার্কা প্রতিকের কিছুটা প্রচারনা থাকলেও তা যথেষ্ট ছিলোনা। অন্য দুই জনের প্রচারনা একেবারেই ছিলোনা। তাই আজ সকাল থেকে নির্বাচনী কেন্দ্র গুলো পরিদর্শন করে দেখা যায় উপস্থিত ভোটারের সংখ্যা একেবারে নগন্য।

আবার উপস্থিত ভোটাররা জানেননা কিসের নির্বাচন এটি। এছাড়াও প্রার্থীর নাম ও প্রতীক সম্পর্কেও অবগত নয় তারা। কর্মীদের মধ্যেও কেউ সক্রিয় নয়। তাই কেন্দ্র গুলো ভোটার শুন্য বলা যায়।

সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত নিন্মের ভোট কেন্দ্র গুলোতে ভোটের চিত্র তাহাই প্রমান করে।

প্রিসাইডিং অফিসার শামীম বখতিয়ার, নুর মোহাম্মদ,এনামুল হক, মোঃ আব্দুর রউফ, বাবু মারমা সহ অন্যদের দেওয়া তথ্য মতে মোট কয়েকটি কেন্দ্রের ভোটার ও এ পর্যন্ত ভোট প্রাপ্তির চিত্র তুলে ধরা হলো।

রাজের গো স্কুলপৌর ৪ নং মোট ভোটার -২২৭৫ নারী-১১৪৬ পুরুষ -১১২৯ প্রাপ্ত ভোট নারী -০+০+০ প্রাপ্ত ভোট পুরুষ-৪+১ মোট কালেকশন -৫ এবি হাই স্কুল কেন্দ্র মোট ভোটার -৪০৯৮ নারী ভোট -১৯ পুরুষ ভোট-৩৩ মোট কালেকশন -৫২ অনন্তময়ী সরকারী প্রাথমিক বিঃ মোট ভোট-৪৪৪৫ নারী ভোট-১২ পুরুষ ভোট -৩৩ মোট কালেকশন -৪২ ইবনে আব্বাস কেন্দ্র মোট ভোট -১৪২১ পুরুষ ভোট-৪১ নারী ভোট -২১ মোট কালেকশন-৬২ পুর্ব রহমতপুর সঃ প্রাঃ বিঃ মোট ভোটার-৩২৮৭ পুরুষ ভোট -০ নারী ভোট -০ মোট কালেকশন-০ কাজিরখিল প্রাঃ বিঃ মোট ভোটার ১২০৪ প্রাপ্ত পুরুষভোট-১২ নারী ভোট -০ মোট কালেকশ -১২।  সুত্র-জয়যাত্রা টিভি