অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নেদারল্যান্ডের ইউট্রেট শহরে ট্রামে বন্দুকধারীর হামলা: হতাহতের আশঙ্কা

0
.

নিউ জিল্যান্ডের বিভীষিকাময় স্মৃতি কাটতে না কাটতেই ফের বন্দুকধারীর হামলায় আতঙ্ক ছড়াল ইউরোপে৷

নেদারল্যান্ডের ডাচ সিটি অফ ইউট্রেটে আজ সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ ট্রামের ভিতর ঢুকে এলোপাথারি গুলি চালায় বন্দুকবাজ৷ অনেক যাত্রী আহত হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও টেলিগ্রাফ৷ হামলার পরই পালিয়ে যায় বন্দুকধারী৷

খবর পাওয়া মাত্র এলাকাটি ঘিরে ফেলে পুলিশ৷ দুর্ঘটনাস্থলে পাঠানো হয় অ্যাম্বুলেন্স ও ট্রমা হেলিকপ্টার৷ আহতদের সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে ঠিক কতজন আহত হয়েছে তা এখনও পরিস্কার নয়৷ পুলিশ কোনও মন্তব্য করতে চায়নি৷

প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা অনেক গুলির শব্দ শুনতে পান৷ এক মহিলা মাটিতে শুয়ে চিৎকার করতে বলে থাকেন, ‘‘আমি কিছু করিনি’৷ আরও এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি চাকরির ইন্টারভিউয়ের জন্য ২৪ অক্টোবর স্কোয়ারের ট্রাফিকের সামনে দাঁড়িয়েছিলেন৷ তখন এক মহিলাকে মাটিতে শুয়ে পড়তে দেখেন৷ তাঁর চোখে মুখে আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট৷ কয়েকজন পুরুষ এসে তাঁকে তুলে নিয়ে যায়৷