অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম-৮ আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রমাণ হয়েছে আ’লীগের গ্রহণ যোগ্যতা বেড়েছে- প্রধানমন্ত্রী

0
.

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রাম-৮ আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণ যোগ্যতা বেড়েছে। চট্টগ্রাম-৮ আসনের ভোটারদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আপনারা নৌকায় ভোট দিয়ে অত্র এলাকার উন্নয়নকে আরো তরান্বিত করার সুযোগ দেয়ায় আমি সন্তুষ্ট ও ভোটারদের অভিনন্দন জানাই। চট্টগ্রামের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকায় নৌকা তথা মোছলেম উদ্দিন আহমদের বিজয় সহজতর হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি আজ বৃহস্পতিবার বেলা-১২টায় গণ-ভবনে চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে গেলে সংক্ষিপ্ত সাক্ষাতে একথা বলেন।

এ সময় চট্টগ্রাম সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চট্টগ্রামের কৃতি সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শাহজাদা মহিউদ্দিন, বলরাম পোদ্দার, বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি উপস্থিত ছিলেন।