অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খুলনাকে উড়িয়ে দিয়ে রাজশাহীর শিরোপা জয়

0
.

শান্ত ও মিরাজের ব্যাটিংয়ে যখন কিছুই করতে পারলো না তখন রুশো ও শামসুর ব্যাটিংয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখতে থাকে খুলনা টাইগার্স। কিন্তু রুশো ব্যাটিংয়ের শেষটা সুন্দর করতে পারলেন না। তাই জয়ের দায়িত্বটা সেই মুশফিকের ঘাড়ে এসেই পড়ে।

ব্যাট হাতে ছন্দে থাকা মুশফিক সেই কাজটা করতে ব্যর্থ হন। ভেঙে যায় খুলনার শিরোপা জয়ের স্বপ্ন।

বঙ্গবন্ধু বিপিএলের প্রথম শিরোপাটা স্মরণীয় করে রাখলো রাজশাহী রয়্যালস। ১৭১ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রানে গুটিয়ে যায় খুলনা। ২১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী।

খুলনার সংক্ষিপ্ত স্কোর.১৮৯/৮ শামসুর (৫২), রুশো (১৭), মুশফিক(২১),নজিবউল্লাহ (৪),শান্ত(০),মিরাজ(২),রবি(১২),শহিদুল(১),

রাজশাহীর সংক্ষিপ্ত স্কোরঃ ১৭০ লিটন দাস(২৫), আফিফ (১০), ইরফান (৫২), মালিক (৯),রাসেল (২৭)*,নেওয়াজ (৪১)*।

রাজশাহী রয়্যালস একাদশঃলিটন দাস, আফিফ হোসেন, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), অলক কাপালি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি ও মোহাম্মদ ইরফান।

খুলনা টাইগার্স একাদশঃনাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, রাইলি রুশো, শামসুর রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাজিবউল্লাহ জাদরান, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, শহিদুল ইসলাম ও তানভীর ইসলাম।