অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নোয়াখালীতে দর্জি দোকানে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

0
.

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণীর (৮), বছর বয়সী এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে শিশুটির মা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এর আগে রাতেই অভিযুক্ত আবুল খায়ের (৪৫), কে আটক করে বেগমগঞ্জ থানার পুলিশ। সে কৃষ্ণরামপুর গ্রামের হোসেনুজ্জামান’র ছেলে।

অপরদিকে শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, রাজগঞ্জ ইউনিয়নের তেতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রীটি জামার মাপ দেওয়ার জন্য গতকাল মঙ্গলবার বিকেলে কালিরহাট বাজারে আবুল খায়েরের দর্জি দোকানে যায়। এ সময় শিশুটিকে একা পেয়ে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে আবুল খায়ের। খবর পেয়ে রাতে কালিরহাট বাজার থেকে অভিযুক্ত দর্জি আবুল খায়েরকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে আজ বুধবার বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।