অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পটিয়ার জামেয়া আল ইসলামিয়া জমিরিয়া মাদ্রাসার দুই দিনের আর্ন্তজাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত

0
.

ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি হাবিবুর রহমান খাইরাবাদী বলেছেন, ‘ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। একজন প্রকৃত মুসলমান কখনোই জঙ্গিবাদকে সমর্থন করতে পারেন না। আর যদি কেউ করে থাকেন, তবে তিনি নিসন্দেহে ইসলামের পথ থেকে দূরে সরে গেছেন। তাই আমাদের উচিৎ ইসলামের প্রকৃত মর্মাথকে অনুধাবন করে সেই অনুযায়ী জীবন পরিচালনা করা।’

তিনি চট্টগ্রামের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পটিয়া আল-জামেয়া আল ইসলামিয়া জমিরিয়া মাদ্রাসার দুইদিনের আর্ন্তজাতিক ইসলামী মহাসম্মেলনের অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত বক্তব্য রাখেন।

গত বৃহস্পতিবার ও শুক্রবার ও পটিয়া সদরে প্রতিবছরের ন্যায় এবছরও দুই দিনব্যাপী আর্ন্তজাতিক ইসলামী মহাসম্মেলন মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত হয়। শতবর্ষী এই জামেয়ায় সম্মেলনের ২য় দিন ছিল ধর্মপ্রাণ মানুষের উপচে পড়া ভীড়। শীতের রাতেও বিশাল শামিয়ানা মুসল্লি পূর্ণ ছিল।

তিনি আরও বলেন, বিচ্ছিন্নতার ব্যাপারে আমাদের সতর্কতার সঙ্গে এগুতে হবে। বিচ্ছিন্নতা শুধু আকিদার ব্যাপারে নয়,বরং দ্বীনের সকল মাসায়েলের ক্ষেত্রে বিচ্ছিন্নতার প্রভাব রয়েছে। আমরা মনে করি, শুধু আকিদার মাধ্যমেই বিচ্ছিন্নতার সৃষ্টি হয়। আকিদা নয়, বরং সর্বক্ষেত্রে আমাদের মাঝে ঐক্য থাকতে হবে। আদর্শ মানুষ তৈরী করতে কওমী মাদ্রাসার কোন বিকল্প নেই।

চার অধিবেশনে অনুষ্ঠিত মহাসেম্মলনের প্রথম দিনে মাদ্রাসার প্রধান মুফতি ও মুহাদ্দিস আল্লামা হাফেজ আহমুদুল্লাহের উদ্বোধনী ভাষনের মাধ্যমে শুরু হয়।

মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আবদুল হালিম বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের শেষ দিন বক্তব্য রাখেন, আল্লামা আব্দুল বাছেত খাঁন সিরাজী, মাওলানা এমদাদ, মাওঃ ড.আ.ফ.ম খালিদ হুসাইন, মাওলানা মুফতি আরশদ রহমানী, মাওলানা আবু বকর, অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ‘ল’ এর সদস্য আবু তালেব রহমানী, আল্লামা মুফতি ইয়াছির নদীম কাসেমী।

প্রথমদিন বৃহস্পতিবার মাদ্রাসার মুহাদ্দিস আখতার হোসাইনের পরিচালনায় বক্তব্য পেশ করেন, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা, জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা জাহেদ উল্লাহ, রাজঘাটা মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা হাবিবুল ওয়াহেদ, চকরিয়া দারুল ইরফান মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল কাদের, পটিয়া জামিয়া ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা জাকারিয়া, মাওলানা ওবাইদুল্লাহ হামযাহ, মাওলানা জাহেদ উল্লাহ, জিরি জামিয়া আরবিয়ার মুহাদ্দিস মাওলানা নুরুল্লাহ, রাজঘাটা মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ শামসুল ইসলাম, ভারতের দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস আল্লামা সালমান বিজনুরী, মাওলানা মনির আহমদ সাহেব, ঢাকা দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম আল্লামা আব্দুল খালেক চম্বলী, মাওলানা কেফায়াতুল্লাহ, আল্লামা মুফতি ওবাইদুল্লাহ আস’আদী, মাওঃ আব্দুর রহীম বোখারী, মাওলানা হাঃ আবদুল হক প্রমুখ।

আর্ন্তজাতিক এ মহাসম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৩ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি ড. আবু রেজা মুহাম্মদ নিজাম উদ্দিন নদভী, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ প্রমুখ।