অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে মারা যাওয়া নারীর শরীরে করোনা সংক্রমণ ছিল না: সিভিল সার্জন

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

জেলার সীতাকুণ্ডের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজের (বিআইটিআইডি) আইসোলেশনে মারা যাওয়া নারীর শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, বুধবার ৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার মারা যাওয়া নারীর নমুনাও ছিল। ওই নারীর শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়নি।

আরো খবর: ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

উল্লেখ যে, জ্বর-কাশি ও শ্বাসকষ্ঠ নিয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে(বিআইটিআইডি) এর আইসোলেশন ইউনিটে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম আরফা বেগম (৫৫)। সে লোহাগড়ার আমিরাবাদের আবুল হোসেনের স্ত্রী।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।