অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মুক্তিযোদ্ধা আলীমুল্লাহর শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি

0
মুক্তিযোদ্ধা আলীমুল্লাহ।

শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যাওয়া সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলীমুল্লাহ (৭২)র শরীরে করোনাভাইরাসের আলামত পাওয়া যায়নি। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে নিশ্চিত হয়েছে চিকিৎসকরা।

মুক্তিযোদ্ধা আলীমুল্লাহ শরীরের রক্ত পরীক্ষা শেষে সোমবার রাতে রিপোর্ট পাওয়ার পর চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি মিয়া পাঠক ডট নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে শ্বাসকষ্টে মারা যাওয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলীমুল্লাহর করোনা টেষ্ট রিপোর্ট রাতে বিআইটিআইডি থেকে আমাদের হাতে এসেছে।রিপোর্ট নেগেটিভ। তাঁর মৃত্যু করোনার কারণে হয়নি। এটা আমরা তাঁর স্বজনদের জানিয়েছি।

আরো খবর:- আইসোলেশনে থাকা সীতকুণ্ডের মুক্তিযোদ্ধ আলিমুল্লাহসহ ২ জনের মৃত্যু

উল্লেখ্য সোমবার (৬ এপ্রিল) বেলা ৩টার দিকে মুক্তিযোদ্ধা আলীমুল্লাহ মৃত্যু হয় নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত আলিম উল্লাহ উপজেলার মুরাদপুর ইউপির বশরত নগর এলাকার সাবিদুর রহমানের ছেলে। আজ নিজ গ্রামে তার নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে।