অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে আরও একজন করোনা রোগী শনাক্ত, একজন সুস্থ

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে আরও একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উক্ত ব্যক্তির বয়স (৫০) বছর। তিনি একটি ওয়ার্কশপের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত বলে জানা গেছে।

উপজেলার ১০ নং দক্ষিণ সলিমপুর ইউনিয়নের আবদুস সাত্তারের বাড়ির মতিউর রহমানের পুত্র।

গত ২২ এপ্রিল তিনি ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতলে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসলে গতকাল ২৯ এপ্রিল রাতে রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, রিপোর্ট দিয়ে আসার পর থেকে ঐ প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।

এদিকে রাতে আক্রান্ত ব্যক্তির বাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা। ওই বাড়ির ১১ পরিবারকে লকডাউনে রাখা হয়।

উল্লেখ যে, সীতাকুণ্ডে এ পর্যন্ত তিনজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রামন ধরা পড়ে। তার মধ্যে একজন ইতোপূর্বে সুস্থ্য হয়ে বাসায় ফিরে গেছেন।