অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সরকার জনগণের কাছে পর্যাপ্ত খাদ্য পৌছাতে ব্যর্থ হয়েছে

0

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বলেছেন, করোনা ভাইরাস মহামারীর কারণে সাধারন মানুষ এবার ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে। এখন মানুষের মনে সুখ নেই, ঈদের আনন্দ নেই, তারা অর্থ কষ্টে দিন পার করছে। সেই সাথে বেড়েছে মৃত্যু আতঙ্ক। তার উপর নতুন করে ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে মানুষ এখন দিশেহারা। সরকার জনগণের কাছে পর্যাপ্ত খাদ্য পৌছাতে ব্যর্থ হয়েছে। তাই তিনি অসহায় মানুষের সাহায্যে বিত্তশালী ধনি ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।

তিনি আজ ২২ মে শুক্রবার সকালে ১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপির উদ্যোগে
মদুনাঘাটস্থ ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরনকালে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বডুয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি এম ইলিয়াছ আলী, ১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ শহীদ, সাধারণ সম্পাদক শাহজাহান বাদশা মেম্বার, সিঃ সহ-সভাপতি নেসার খাঁন মেম্বার, বিএনপি নেতা মোঃ ইকবাল হোসেন, সাইফুল ইসলাম, মোহাম্মদ সাইফুল আলম, এডভোকেট মোঃ মাঈন উদ্দিন, যুবদল নেতা কাজী মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ নাজিম উদ্দিন, তপু বড়ুয়া, মোঃ রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা মোবিনুল হক, সাইফুল আলম, মোহাম্মদ রাশেদ, ছাত্রদল নেতা আবু বকর, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমূখ।