অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগী আছে ডাক্তার নাই

0

ঝিনাইদহ (খুলনা) প্রতিনিধিঃ

jhenidah-mohehspur-health-complex-pic
মহেশপুর উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে, যেখানে ২১ জন ডাক্তারের পদ রয়েছে সেখানে আছেন একজন মাত্র ডাক্তার।

ঝিনাইদহের মহেশপুর উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা একেবারেই ভেঙে পড়েছে। ২১ জন ডাক্তারের পদ থাকলেও সেখানে একজন ডাক্তার রয়েছেন। এতে করে সাড়ে ৪ লাখ মানুষের এই উপজেলায় স্বাস্থ্যসেবা অবস্থা নাজুক হয়ে পড়েছে।

সেই সঙ্গে প্রতিদিন রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। জরুরি ভিত্তিতে ডাক্তার নিয়োগের প্রয়োজন হলেও গত দুই মাসে কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা।

জানা গেছে, মহেশপুর হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ২১ জন ডাক্তার থাকার কথা রয়েছে। অথচ তার মধ্যে হাসপাতালে আছে মাত্র একজন ডাক্তার।

২১ জনের মধ্যে ১১ জন বিশেষজ্ঞ ডাক্তারের পদ রয়েছে। পর্যাপ্ত ডাক্তার ও ওষুধ না থাকার কারণে রোগীদের ভোগান্তি এখন চরমে। গত ২ মাস ধরে এই অবস্থা চললেও এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

জানতে চাইলে ডাক্তার নাসির উদ্দিন জানান, কিছুদিন আগেও হাসপাতালে ১৩ থেকে ১৪ জন ডাক্তার কর্মরত ছিলো। তারা উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণের জন্য বাইরে চলে গেছে। হাসপাতালের এই অবস্থার বিবরণ দিয়ে উপর মহলে জানানো হলেও এখনও পর্যন্ত ব্যবস্থা হয়নি।

তিনি আরো জানান, হাসপাতালে সেবার মান বাড়াতে হলে জরুরি ভিত্তিতে চিকিৎসক ও পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরবরাহ প্রয়োজন। এ দিকে এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

মহেশপুর হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকার্তা ডা. প্রফুল্লকুমার জানান, চিকিৎসক স্বল্পতার কারণে হাসপাতালে রোগীদের মান সম্মত চিকিৎসা ব্যাহত হচ্ছে।

ইউএইচএফপিও বাদে একজন ডাক্তার জরুরি বিভাগ ও বহিঃবিভাগে চিকিৎসা দিচ্ছেন। বর্তমানে হাসপাতাল চালানোর স্বার্থে কোনো কোনো সময় ইউনিয়ন সাব সেন্টার থেকে ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করাতে হচ্ছে।