অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু

0
.

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আরও এক চিকিৎসক। দীর্ঘ ১০ দিন যাবত করোনার সাথে লড়ে অবশেষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মারা যান চট্টগ্রাম মেডিকেল

কলেজের হাসপাতালের ইমার্জেন্সি অফিসার ডা. মুহিদ হাসান। তিনি চমেক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনিয়ে দুই দিনে দুজন চিকিৎসকের মৃত্যু হল।

বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেন, তিনি জানান, বেলা ১১টায় আইসিইউতে মৃত্যু বরণ করেছেন মুহিত হাসান। ঈদের আগে তিনি করোনাভাইরাস আক্রান্ত হন। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় দুই চিকিৎসক মারা গেছেন। বুধবার চমেক হাসপাতালে মারা যান ডা এহসানুল করিম। চট্টগ্রামে ৭৩ জন চিকিৎসক করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২০ জন।

এর আগে গতকাল মেরিন সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এহসানুল করিম করোনায় আক্রান্ত হয়ে মারা যান।