অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক তাণ্ডবের ঘটনায় তিন আওয়ামী লীগ নেতা বহিস্কার

1

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

_92225868_20161031_163304
.

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সাম্প্রদায়িক তাণ্ডবের ঘটনায় তিন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ফলে ওই তিন নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে জেলা আ ওয়ামী লীগ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার সাংবাদিকদের বিষয়টি জানান।

বহিষ্কার হওয়া তিন নেতা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসম্পাদক আবুল হাশেম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া ও চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুরুজ আলী।

অভিযোগ আছে, ওই আওয়ামী লীগ নেতারা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। তাদের অনেকেই সমাবেশে উসকানিমূলক বক্তব্য দেন। তা ছাড়া হিন্দু সম্প্রদায়ের একাধিক নেতা অভিযোগ করেছেন আওয়ামী লীগের লোকজন তাদের মানববন্ধনে বাঁধা দিয়েছেন এবং দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।  তাদের একাধিক নেতাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তারা।

প্রসঙ্গত, রসরাজ দাস নামে এক যুবক ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে গত রোববার একটি সাম্প্রদায়িক গোষ্ঠি উপজেলা সদরে অন্তত ১৫টি মন্দিরে হামলা এবং শতাধিক বাড়িঘরে হামলা ভাঙচুর চালায়।

১ টি মন্তব্য
  1. Shihab Uddin বলেছেন

    যেহেতু আবামিলীগ থেকে বহিস্কার করা হয়েছে তাহলে তারা নিরাপদ,