অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দেশে হেপাটাইটিসে আক্রান্ত এক কোটিরও বেশি

0
.

দেশে হেপাটাইটিস ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটিরও বেশি। তবে তাদের অনেকেই জানেন না ভাইরাসটি বহনের কথা। এছাড়া প্রতি বছর প্রাণ হারাচ্ছেন ২০ হাজারের বেশি মানুষ। আক্রান্তদের বেশিরভাগের ক্ষেত্রেই রোগ নির্ণয় হচ্ছে না যথাসময়ে, তাই অনেককেই পড়তে হয় জটিল সমস্যায়। করোনার এই সময়ে হেপাটাইটিস আক্রান্তদের বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের।

ধারণা করা হয়, বিশ্বে হেপাটাইটিসে আক্রান্ত প্রতি ১০ জনের ৯ জনই শনাক্তের বাইরে। বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের এক সমীক্ষায় দেখা গেছে, দেশের সাড়ে ৫ শতাংশ মানুষই হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত শূন্য দশমিক ৬ ভাগ। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূল করতে চায় বাংলাদেশ। আর এ জন্য সরকারি উদ্যোগে ব্যাপক হারে পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

করোনাকালে হেপাটাইটিস ভাইরাসে আক্রান্তদের বাড়তি সতর্কতার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, ‘যত আগে শনাক্ত করা সম্ভব হবে ততই হেপাটাইটিস পুরো ব্যাপারটিকে দ্রুত নিয়ন্ত্রণে রাখতে পারবে।’

রোগ নির্মূলে জন্মের ২৪ ঘণ্টার মধ্যে শিশুকে হেপাটাইসিস বি টিকা দেয়ার তাগিদ দিচ্ছেন তারা।