অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বন্দর জেটিতে কাত হয়ে হেলে পড়েছে পানামা পতাকাবাহি জাহাজ

0
.

চট্টগ্রাম বন্দের রফতানি পণ্য বোঝাই পানামা পতাকাবাহী একটি জাহাজ দুর্ঘটনায় কবলিত হয়ে ৮-১০ ডিগ্রি কাত হয়ে গেছে। ১৮৪ দশমিক ১০ মিটার লম্বা এবং সাড়ে ৮ মিটার ড্রাফটের পানামা পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ওইএল হিন্দ’ বন্দরের ১১ নম্বর জেটিতে কনটেইনার লোড করার পর ভারসাম্য হারিয়ে জেটির দিকে হেলে পড়েছে।

তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

জাহাজটি রপ্তানী ও ৯৬৪ টিইইউ’স খালি কনটেইনার নিয়ে জাহাজটি আজ রবিবার বিকেলে (২৩ আগস্ট) বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।

বন্দর সুত্রে জানা যায়, জাহাজটির স্থানীয় এজেন্ট জিবিএক্স। ‘ওইএল হিন্দ’ নামক জাহাজটি ৯৬৪ টিইইউএস কনটেইনার নিয়ে বন্দর ছেড়ে ত্যাগ করা কথা। তবে ৮-১০ ডিগ্রি কাত হয়ে যাওয়ায় বন্দর ত্যাগের অনুমতি মিলেনি। জাহাজটির ৫০০ টন ওজনের ২০টি কনটেইনার নামিয়ে ভারসাম্য (জিএম>১ মিটার) ঠিক করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া জাহাজটি সমুদ্রে চলাচলের উপযোগীর সারভেয়ার থেকে পাওয়ার পর বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হবে।

বন্দরের একজন কর্মকর্তা জানান, জাহাজে কনটেইনার লোড করার সময় খালি ও ভরা কনটেইনার দিয়ে জাহাজের ভারসাম্য রাখতে সজাগ থাকেন জাহাজের পাইলট বা ক্যাপ্টেন, মাস্টাররা। কিন্তু ‘ওইএল হিন্দ’ জাহাজটি কেন হেলে পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।