অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ট্রাম্পের বিজয়ের সম্ভাবনা: পুঁজিবাজারে ধস!

0
trump2
.

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের সম্ভাবনা দেখা দেয়ার পর এশিয়ার পুঁজিবাজারে ধস নেমেছে।

এই অঞ্চলের প্রধান সব মার্কেটের পুঁজিবাজারে মুদ্রা ও স্বর্ণের দরপতন হয়েছে। এর মধ্যে মুদ্রা ইয়েনেরও দরপতন হয়েছে। এরই মধ্যে ডলারের বিপরীতে মেক্সিকান পেসোর দর বেড়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার এএসএক্সের দরপতন হয়েছে দুই দশমিক এক ভাগ।

জাপানের ‘নিকেই ২২৫’ এর পাঁচ দশমিক দুই ভাগ দরপতন হয়েছে। হংকংয়ের ‘হ্যাং স্যাং’ এর দর তিন দশমিক আট ভাগ হ্রাস পেয়েছে। এবং ‘সাংহাই কম্পোজিটের’ দর এক দশমিক ছয় ভাগ পড়ে গেছে। দক্ষিণ কোরিয়ার কোসপির দর তিন দশমিক এক ভাগ পতন হয়েছে।

হাড্ডাহাড্ডি লড়াই হলেও ব্যবসায়ীরা হিলারি ক্লিনটনের সহজ জয় প্রত্যাশা করেছিলেন।

মার্ক ম্যাথিউস নামে একজন বাজার বিশ্লেষক বলেন, ট্রাম্পের বিজয়ের বিষয়ে বাজার প্রস্তুত ছিল না। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে গণভোটে যেমনটি ঘটেছিল। সবাই ধারণা করেই নিয়েছিল, ট্রাম্প কোনভাবেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন না। কিন্তু তাদের সে ধারণার উল্টো ঘটনাই ঘটতে যাচ্ছে। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলে অভিবাসন, বিশ্ব বাণিজ্যসহ অন্যান্য বিষয়ে বড় ধরনের পরিবর্তন হবে বলে ধারণা করা হচ্ছে।